রাজশাহী জেলার মানচত্রি
বর্তমানে রাজশাহী জেলার উত্তরে নওগাঁ জেলা, পূর্বে নাটোর জেলা, পশ্চিমে চাঁপাই নবাবগঞ্জ জেলা, দক্ষিণে পদ্মা ও ভারতরে পশ্চমি বাংলার মুর্শিদাবাদ জেলা। ১৯৮৪ সালে মহাকুমাগুলো জলোয় পরণিত হওয়ার পূর্বে বর্তমান নাটোর, চাঁপাই নবাবগঞ্জ ও নওগাঁ জেলার মহকুমা নামে রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল । বর্তমান রাজশাহী জেলা সদর মহাকুমা নামে তৎকালীন রাজশাহী জেলার অন্তর্ভুক্তছিল। রাজশাহী সদরসহ মহাকুমার সংখ্যা ছিল ৪ট।তখন এর আয়তন ছিল ৩,৬৫২ র্বগ মাইল। থানা ছলি ৩১ট, ইউনিয়ন ২৭২টি ও গ্রাম ছিল ৬,১৯২ট। এর উত্তরে ছিল পশ্চিম দিনাজপুর । দক্ষিণে ছিল পদ্মা, পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা ও কুষ্টিয়া জেলা।পশ্চিমে ছিল ভারতরে পশ্চিম বাংলার মালদা ও মুর্শিদাবাদ জেলা। পূর্বে ছিল বগুড়া ও পাবনা জেলা।৭১০