রাজশাহী মহানগরীতে জনসংখ্যা ও বসতি অবকাঠামো বৃদ্ধির ফলে বিভিন্ন মোড়ে শাক-সবজিসহ নিত্যদিনের পণ্য বিক্রি হয়। তবে রাজশাহী সিটি কর্পোরেশন মাত্র ১৩ টি কাঁচা বাজার, ৩টি হাট ইজারা প্রদান করে থাকে। এসব হাট-বাজারের সবগুলোতে সিটি কর্পোরেশনের নিজস্ব অবকাঠামো নাই। বাজারগুলো কাশিয়াডাঙ্গা বাজার, হড়গ্রাম বাজার, লক্ষ্মীপুর বাজার, সাহেব বাজার, উপশহর নিউ মার্কেট কাঁচা বাজার, নওদাপাড়া হাট-বাজার, শালবাগান বাজার, ভদ্রা বাজার, শিরোইল কাঁচা বাজার, রামচন্দ্রপুর সাধুর মোড় বাজার, রামচন্দ্রপুর বউবাজার, তালাইমারী বাজার, বিনোদপুর বাজার। হাটগুলো নওদাপাড়া হাট-বাজার, সিটি হাট, সাহেব বাজার শাহ মখদুম গোহাটা (অস্থায়ী)। নওদাপাড়ারটি হাট ও বাজার হওয়ায় বাজারের তালিকায়ও উল্লেখ আছে। সিটিহাট গবাদিপশুর প্রাত্যহিক হাট। নওদাপাড়া আম চত্বর থেকে হাটটি পশ্চিম দিকে অবস্থিত। হাটটি বঙ্গাব্দ ১৪১২ থেকে শুরু হয়েছে। শাহ মখদুম গোহাটা সাহেব বাজার কাঁচা বাজারের মধ্যেই। বর্তমানে সেখানে তেমন গবাদি পশু ওঠেনা। জবাইয়ের জন্য আগত পশুর কয়েকটি কেনা বেচা হয়। এছাড়া নগরীর তালাইমারী, নওদাপাড়া ও কাশিয়াডাঙ্গাই বসে বাঁশ-কাঠ-আউড়-খড়ির অস্থায়ী বাজার।৫৫৬