মেয়র : এএইচএম খায়রুজ্জামান লিটন
সংরক্ষিত আসনের কাউন্সিলর
সংরক্ষিত আসন নং ১ (ওয়ার্ড নং ১,২,৪) - মোসা. রাজিয়া সুলতানা, সংরক্ষিত আসন নং ২(ওয়ার্ড নং ৩,৫,৬)- মোছা. ফারজানা হক, সংরক্ষিত আসন নং ৩(ওয়ার্ড নং ৭,৮,১০)- মোসা. মুসলিমা বেগম বেলী, সংরক্ষিত আসন নং ৪(ওয়ার্ড নং ৯,১১,১২)- বিলকিস বানু, সংরক্ষিত আসন নং ৫(ওয়ার্ড নং ১৩,১৪,১৫)- মোছা. ফিরোজা খাতুন, সংরক্ষিত আসন নং ৬(ওয়ার্ড নং ১৬,১৭,১৮)- মিসেস সুফিয়া ইসলাম, সংরক্ষিত আসন নং ৭ (ওয়ার্ড নং ১৯,২০,২১) - মোসা. কোহিনুর চৌধুরী, সংরক্ষিত আসন নং ৮(ওয়ার্ড নং ২২,২৩,২৪)- মোছা. আনোয়ারা বেগম, সংরক্ষিত আসন নং ৯(ওয়ার্ড নং ২৫,২৮,২৯)- মোসা. নূরুন্নাহার বেগম ও সংরক্ষিত আসন নং ১০(ওয়ার্ড নং ২৬,২৭,৩০)- মোসা. মাসুদা মল্লি¬ক।
কাউন্সিলর
১ থেকে ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে মো. মনসুর রহমান, মো. নোমানুল ইসলাম, মো. মেরাজ উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, মো. কামরুজ্জামান, মো. আবুল হাসনাত, মো. আব্দুল জাব্বার হাজী, মো. আব্দুল হামিদ, মো. মনিরুজ্জামান বাবলূ, সিরাজ উদ্দিন আহমেদ (মানিক), মো. রবিউল ইসলাম তজু, সরিফুল ইসলাম বাবু, মো. রবিউল আলম (মিলু), মো. টুটুল, মো. আব্দুস সোবহান, বেলাল আহম্মেদ, মো. শাহাদত আলী শাহু, মো. শহিদুল ইসলাম, মো. নুরুজ্জামান টিটো, মুস্তাক হোসেন, মো. নিযাম উল আযীম, আব্দুল হামিদ সরকার, মো. বজলুল হক মন্টু, মো. জাহাঙ্গীর আলম (আলমগীর), মো. আকবর হোসেন, মো. মখলেসুর রহমান খলিল, মো. আনোয়ারুল আমিন, মো. আনছার আলী, মো. জাহের হোসেন ও মো. শহিদুল ইসলাম (পিন্টু)।
কাউন্সিলর মোট ৪০ জন। সাধারণ ৩০ জন ও সংরক্ষিত আসনের ১০ জন। সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসন থেকে দ্বিতীয় বারের মতো প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।