মতিহার কুঠির অনতিদূরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামান্য দক্ষিণে একটি বিশাল পুকুরের পূর্ব পাড়ের উপর এ ছোট কুঠিটি অবস্থিত। আয়তাকার ভূমি নকশায় ১৫.৬৯X১২.১৯ মি. (৫র্০-র্০র্ ৪র্০-র্০র্ ) নির্মিত কাজলা কুঠি বর্তমানে অর্ধভগ্নাবস্থায় বিদ্যমান। স্থানীয় বাসিন্দা কর্তৃক ইমারতটি নবায়িত ও সম্প্রসারিত হয়েছে। আদিতে ইমারতটির প্রধান প্রবেশপথ ছিল পূর্বদিকে। একটি প্রশস্ত সিঁড়ি সোপান অতিক্রম করে এ প্রবেশপথে পৌঁছানো যেতো। গোলায়িত স্তম্ভ সংবলিত উত্তর-পশ্চিমের বারান্দা এখন ধ্বংসপ্রাপ্ত হলেও এর ভিত্তির ধ্বংসাবশেষ দেখে তা সহজেই অনুমান করা যায়। কুঠির সম্মুখে বাসগৃহ নির্মিত হওয়ায় বর্তমানে এটি লোক চক্ষুর আড়ালে ঢাকা পড়েছে।
কাজলা কুঠি
তৃতীয় সংস্করণ, এপ্রিল 2018