রাজশাহী সিটি কর্পোরেশন মহানগরীর সাহেববাজারে আরডিএ মার্কেটের সামনে ফুট ওভার ব্রিজ নির্মাণ করে। রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কাজী আমিরুল করিমের তথ্যানুসারে ১৬ অক্টোবর ২০০৬ তারিখে রমজান মাসে ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এর দৈর্ঘ্য ৬৬ ফুট, প্রস্থ ৬ ফুট, সিঁড়ির দৈর্ঘ্য ৩৩ ফুট (একপাশ)। ব্যয় হয়েছে ৯৮ লাখ টাকা। ব্রিজের গায়ে লেখা অনুসারে নির্মাণ করেছে চিটাগাং ড্রাইডক লি.। এটাই মহানগরীর কোন সড়কের উপর সর্ব প্রথম ফুট ওভার ব্রিজ।
তৃতীয় সংস্করণ, এপ্রিল 2018