১৯৬৭ সালের ১ জানুয়ারি মহানগরীর সিরোইল মহল্লায় এ বিদ্যালয়টি যাত্রা শুরু করে। প্রথম প্রধান শিক্ষক ছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ। ৫ দশমিক ০৭৭৪ একর চত্বরে বিদ্যালয়ের পাঁচটি ভবন অবস্থিত। এছাড়াও আছে পাঠাগার, বিজ্ঞানাগার ও ছাত্র হোস্টেল। তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এখানে বালকদের পাঠ দান করা হয়।৩১৭
সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংলগ্ন গেট (পশ্চিমমুখী)
তৃতীয় সংস্করণ, এপ্রিল 2018